বাইরের ডেস্ক: যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড অ্যামেস দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে ঘোষণা করেছে ব্রিটেন পুলিশ।
আজ শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা করেছে ব্রিটিশ পুলিশ। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
এ ঘটনায় ইসলামি চরমপন্থীরা যুক্ত আছে বলেও জানায় দেশটির পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন ২৫ বছরের এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পূর্ব লন্ডনে নিজ নির্বাচনী এলাকায় লে-অন-সি মেথোডিস্ট চার্চে বৈঠকের সময় ছুরি হামলার শিকার হন অ্যামেস। অবস্থা গুরুতর হওয়ায় সেখানেই জরুরি চিকিৎসা দেয়া হয় তাকে। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি ৬৯ বছর বয়সী অ্যামেসকে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। আটক ওই সন্দেহভাজন হামলাকারী আগে থেকেই গির্জাটির আশেপাশে ঘোরাঘুরি করছিল।
যুক্তরাজ্যে এ নিয়ে গত পাঁচ বছরে দায়িত্ব থাকা অবস্থায় দুইজন এমপি নিহত হলেন। এর আগে ২০১৬ সালে নিহত হয়েছিলেন লেবার পার্টির এমপি জে কক্স। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির বাইরে তাকে হত্যা করা হয়েছিল। ইতোমধ্যে সারা দেশে এমপিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অ্যামেসের মৃত্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিনসহ অনেকেই শোক জানিয়েছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে পার্লামেন্টে পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। প্রায় ৪০ বছর ধরে কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্য ছিলেন অ্যামেস। ১৯৮৩ সালে বসিলডনের এমপি হিসাবে তিনি পার্লামেন্টে স্থান করে নেন।