শেখ রাজীব হাসান, টঙ্গী
টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে শিক্ষারথীদের খেলাধুলার মান উন্নয়নে ক্রীকেট খেলার বিভিন্ন ধরনের সরঞ্জাম বিতরণ করেছেন গাজীপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি সামসুন্নাহার।
গতকাল ২৫ অক্টোবর সোমবার বিকেল ৪ ঘটিকার সময় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের হাতে ক্রীকেট খেলার সরঞ্জাম তুলে দেন সামসুন্নাহার ভুইয়া এমপি। এসময় বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আশরাফ আলীর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ক্রীকেট ব্যট, বল, পেড, গ্লাফস, হেলমেডসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়।
সামসুন্নাহার ভূঁইয়া এমপি বলেন, ভয়াল মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ঘরবন্দি অবস্থায় ছিলো। অনেকে ঘরে বসে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের গেমস ও ফেইজবুকে আসক্ত হয়ে গেছে। এর ফলে ক্রীকেট, ফুটবল, কাবাডিসহ সকল দেশীয় খেলাধুলা থেকে অনেক পিছিয়ে পরেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশুনার পাশাপাশি খেলাদুলা ও বিনোদনের প্রয়োজন রয়েছে। আমি ধন্যবাদ জানাই অধ্যক্ষ ওয়াদুদুর রহমানকে এত সুন্দর ভাবে বিদ্যালয় পরিচালনা করার জন্য। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে শিক্ষার্থীদের খেলাধুলার সু প্রশস্ত মাঠ রয়েছে। শিক্ষার্থীদের যেমন মনোযোগ সহকারে পড়াশুনা করা প্রয়োজন তেমনি খেলাধুলার প্রয়োজন রয়েছে।
অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন, সকলের ভালোবাসায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ আজ মেধা তালিকায় শীর্ষে। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নে আমরা নিয়মিত খেলাধুলায় বিভিন্ন ধরনের প্রতিযোগীতার আয়োজন করে থাকি। খেলাধুলার মান উন্নয়নে আমাদের পাশে থাকায় সামসুন্নাহার এমপি’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশারাখি সকলের সহযোগিতা থাকলে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ আগামী দিনে সকল দিকে সফলতা বয়ে আনবে।