নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার জৈষ্ঠ্যকণ্যা, স্বাবেক মন্ত্রী শফিকুল গনি স্বপনের বোন এবং বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির ভাইয়ের স্ত্রী সাবেক সংসদ সদস্য মনসুরা মহিউদ্দিন গেলো বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে এবং ১ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত মনসুরা মহিউদ্দিন ১৯৮৬ ও ১৯৮৮ সালে নীলফামারী-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির ছোট ভাই সাবেক রাষ্ট্রদূত
এ এইচ জি মহিউদ্দিন প্রয়াত মনসুরা মহিউদ্দিন এর স্বামী।
সাবেক সংসদ সদস্য মনসুরা মহিউদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মনসুরা মহিউদ্দিন ছিলেন একজন নন্দিত রাজনীতিবিদ। পারিবারিক ঐতিহ্য নিয়েই গণমানুষের সেবা করেছেন তিনি। আজীবন তিনি গণমানুষের কল্যাণে কাজ করেছেন। জাতীয় পার্টিকে সংগঠিত করতে তাঁর অকৃত্রিম উদ্যোগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সাবেক সংসদ সদস্য মনসুরা মহিউদ্দিন এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।