প্রতিনিধি, হবিগঞ্জ : চুনারুঘাটে ঘটনার ৬ বছর পর ধর্ষণের দায়ে শাহিন মিয়া (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে জরিমানাও করা হয়েছে ১০ হাজার টাকা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ এ রায় ঘোষণা করেন। শাহিন মিয়া চুনারুঘাট উপজেলার জিকুয়া গ্রামের ইয়ার হোসেনের পুত্র।
জানা যায়, ২০১৫ সালের ১ জুন মধ্যরাতে বসতঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণ করে শাহিন। এতে সে অন্তঃস্বত্তা হয়ে পড়ে। এরপর ২০১৬ সালের ৩১ মার্চ আদালতে মামলা দায়ের করে ধর্ষিতা ওই কিশোরী। একই বছরের ১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরই মধ্যে ১ কন্যা সন্তানের জন্ম দেয় ওই কিশোরী। পরে ওই কন্যা সন্তানের মৃত্যু হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবু হাসেম মোল্লা মাসুম। আসামী পক্ষে ছিলেন এডভোকেট চৌধুরী আশরাফুর বারী নোমান।