সংবাদদাতা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী কোম্পানির সদর দফতর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা অতর্কিত গুলিবর্ষণ করেছে। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়ি পেড়ে। মানুষ নিরাপদ স্থানে ছুটে গিয়ে আশ্রয় নেয়। ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার বড়বিল্লাহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা এই গুলি চালিয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী কোম্পানি সদর দপ্তর ক্যাম্প সীমান্তের ৩৮০/৩ এস সাব পিলারের নিকট আজ বুধবার দুপুর ১টায় কোনো কারণ ছাড়াই ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার অন্তর্গত বড়বিল্লাহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে সীমান্ত এলাকার মানুষ আতঙ্ককিত হয়ে ছুটাছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
এঘটনায় তাৎক্ষণিকভাবে বেউরঝাড়ী বিজিবি’র পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য ভারতীয় বড়বিল্লাহ ক্যাম্পের বিএসএফকে পত্র প্রদান করে। পরে বিকাল ৪টায় সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে ঘন্টা ব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ গুলি বর্ষণের ঘটনাটির বিজিবি’র নিকট সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেউরঝাড়ী কোম্পানির সদর দপ্তর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মিজানুর রহমান মিজান নিকট জানান, বড়বিল্লাহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা কোনো কারণ ছাড়াই বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে ঘন্টা ব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ গুলি বর্ষণের কোনো কারণ বলতে পারেনি।