মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিত করণ ও পরিকল্পনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু তালেব বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজান আলী, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংবাদিক এনামুল হক দুলু, দাউদ হোসেন প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলা ক্যাম্পেইনে ৬ মাস বয়সী ৫ বছরের শিশুদের ২৮৮ টি অস্থায়ী এবং স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ১ ডোজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।