নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : ১০ ডিসেম্বর ঢাকা ছাড়া দেশের বেশির ভাগ জেলা শত্রæমুক্ত হয়ে যায়। ঢাকায় চূড়ান্ত হামলা চালিয়ে শত্রæদের আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্যে এগিয়ে যায় যৌথবাহিনী। ঢাকায় চলছে কারফিউ আর বø্যাক আউট। মিত্রবাহিনীর বিমান হামলায় রেডিও ঢাকা কেন্দ্র স্তব্ধ হয়ে যায়। বোমা-রকেট ছুঁড়ে বিধ্বস্ত করে দেওয়া হয় ঢাকার কুর্মিটোলা বিমানবন্দর। হেলিকপ্টার ও স্টিমারে মেঘনা নদী পেরিয়ে যায় মিত্রবাহিনী।
ভৈরব বাজারের ঘাঁটি থেকে সেনারা সোজা ঢাকার দিকে এগোচ্ছিলেন। সম্মিলিত বাহিনীর গোলার মুখে পাক পাকবাহিনী মেঘনার তীরে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অগ্রগতি রোধ করতে পারেনি। বাইরে থেকে পাকবাহিনীরা যেন ঢাকায় ঢুকতে না পারে, সেজন্য নদীপথে তাদের যতগুলো স্টিমার-গানবোট এগোনোর চেষ্টা করেছে, মিত্র বাহিনীর বিমান হামলায় সেসবের সলিল সমাধি হয়েছে। যুদ্ধে পরাজয়ের আশঙ্কায় লে. জেনারেল নিয়াজি পালানোর পাঁয়তারা করে। তার এ গোপন অভিসন্ধি বিবিসি ফাঁস করে দেয়। নিয়াজি নিজ দুর্বলতা ঢাকার জন্য ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দম্ভভরে বলেন, ‘কোথায় বিদেশি সাংবাদিকরা আমি তাদের জানাতে চাই, আমি কখনো আমার সেনাবাহিনীকে ছেড়ে যাব না।’
মিত্রবাহিনীর বিমান আক্রমণে চট্টগ্রাম ও চালনা বন্দর অচল হয়ে পড়ে। কয়েকটি জাহাজ ভর্তি পাকবাহিনী বঙ্গোপসাগর দিয়ে পালানোর সময় ধরা পড়ে। যৌথবাহিনী উত্তরাঞ্চলের যুদ্ধে সর্বাত্মক সাফল্য অর্জন করে।
তারা অভিযান চালিয়ে দিনাজপুর, রংপুর ও সৈয়দপুরের পাকবাহিনীকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেয়। পাকবাহিনীকে পর্যুদস্ত করে ময়মনসিংহ, মাদারীপুর, গফরগাঁও ভোলা ও নড়াইল শক্রমুক্ত হয়। ১০ তারিখে অনেক মুক্তিবাহিনীদের নিজ গ্রামে ফিরে যেতে থাকে। অনেকে সাইকেলের সামনে জাতীয় পতাকা লাগানো থাকে। গ্রামের মানুষ রাস্তার দুই পাশে এসে আমাদের স্বাগত জানায়। বাবা-মা, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে ক্যাম্পে ফিরে যায়। সেখানে পরে অস্ত্র জমা দেয়।