আর এন শ্যামা, নান্দাইল : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দূর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও দূর্নীতি বিরোধী পতাকা উত্তোলন, উপজেলা সদরে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রভাষক মো. কামরুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুর, উপজেলা মহিলা ভাইস চেযারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান, আলম ফরাজী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাসান মাহমুদ জুয়েল সকলকে নিজ নিজ অবস্থান থেকে দূর্নীতি বিরোধী প্রচারাভিযান জোরদার করার আহব্বান জানান।