সংবাদদাতা, কক্সবাজার: কক্সবাজার পর্যটন এলাকায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশের পৃথক টিম। তারা হলেন- উত্তর নুনিয়ারছড়ার মোহাম্মদ আশিক, একই এলাকার মো. কামরুল এবং ঘটনাস্থল মমস গেস্ট হাউজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীন।
তাদের মধ্যে আশিককে চট্টগ্রামের আনোয়ারা থেকে র্যাব এবং অপর দুজনকে শহর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। এর আগে ১৮ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, গ্রেফতার আশিক স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, হোটেলে স্কুলছাত্রীকে ধর্ষণের সংবাদ গণমাধ্যমে জানাজানি হওয়ার পর র্যাবের একটি দল সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকায় অভিযান চালায়। এ সময় ধর্ষণে অভিযুক্ত কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে মো. আশিককে (২৭) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়িতে ফেরার সময় মো. আশিক সহ ৩/৪ জন যুবক জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত মমস গেস্ট হাউজে নিয়ে যায়। পরে সেখানে ওই স্কুলছাত্রীকে দুইদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়।