বাহিরের দেশ ডেস্ক: হাইতিতে দুই সাংবাদিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। একটি গ্যাং তাদের হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর সিএনএনের।
খবরে বলা হয়েছে, পোর্ট-অ-প্রিন্সের পেশন-ভিলে এলাকায় এই হত্যাকাণ্ড চালিয়েছে টি মাকাক গ্যাং। হামলার উদ্দেশ্য ও বিস্তারিত বিবরণ এখনো স্পষ্ট নয়। ওই ঘটনায় একজন সাংবাদিক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
হাইতিয়ান রেডিও ইকোউট এফ এম নিশ্চিত করেছে, তাদের কর্মী জন ওয়েসলি অ্যামাডি ওই এলাকার নিরাপত্তার নিয়ে রিপোর্ট করার জন্য তথ্য সংগ্রহ করছিলেন। হামলায় তিনি নিহত হয়েছেন।
এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বৃহস্পতিবার সিএনএনকে একটি বিবৃতিতে দিয়েছে সংবাদমাধ্যমটি। এতে বলা হয়েছে, আমাডিকে সশস্ত্র দস্যুরা ‘নির্মমভাবে গুলি করে এবং পুড়িয়ে হত্যা করেছে।’