নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি উদ্যোগে ১০ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২২ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একটি পােস্টার প্রকাশ করা হয়েছে। টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শিরােনামে মূদ্রিত পােস্টারটি সারা দেশে এবং বিদেশস্থঃ বাংলাদেশ মিশনসমূহে বিতরণ করা হয়েছে।