অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০২০-২০২১ অর্থবছরে ৩৪টি ব্যাংকের মধ্যে ‘দ্বিতীয় স্থান’ অর্জন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
এ উপলক্ষে, সম্প্রতি ঢাকা ওয়াসা বিল কালেকশন এ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এমডি এবং সিইও এম. রিয়াজুল করিম (এফসিএমএ) -এর নিকট পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন।
এ সময় বিশেষ অতিথি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান। উল্লেখ্য যে, প্রিমিয়ার ব্যাংকের যেকোনো শাখা-উপশাখায় ও মোবাইল এ্যাপস ‘পিমানি’- এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঢাকা ওয়াসার বিল জমা দেয়া যায়।