নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের একটি নির্মাণাধীন ভবনের থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল খয়েরি রঙের হাফহাতা চেক শার্ট ও কালো ফুল প্যান্ট।
দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ হবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে মুখ ছাড়া শরীরে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই।