নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাজকীয় বৃটিশ হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টম বার্জ। আজ বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাস ভবনে যান বৃটিশ হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর।
পরপর দুই বার করোনা আক্রান্ত জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর শারীরিক অবস্থার খোঁজ নিতেই বৃটিশ হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টম বার্জ এ সাক্ষাত করেন।
এ সময় তারা বন্ধু প্রতীম দু’দেশের পারস্পরিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি-এর আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন বৃটিশ হাই কমিশনের কাউন্সিলর টম বার্জ। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিও ধন্যবাদ জানান তাকে।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা শেরীফা কাদের এমপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এর আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাশরুর মাওলা উপস্থিত ছিলেন।