বাহিরের দেশ ডেস্ক: রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে অন্তত ৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। শুক্রবার চেরনিহিভের ডেপুটি মেয়র রেজিনা গুসাকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বলা হয়েছে, রুশ বাহিনী গতকাল বৃহস্পতিবার রাতে চেরনিহিভের স্কুল এবং একটি বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিংসহ আবাসিক এলাকায় হামলা চালায়। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) উত্তর-পূর্বে চেরনিহিভ শহরটি অবস্থিত।
জানা গেছে, চেরনিহিভ শহরের স্টারায়া পোদুসিভকা এলাকায় দু’টি স্কুল এবং ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছে রাশিয়ান যুদ্ধবিমান। এ তথ্য জানিয়েছেন চেরনিহিভ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ চাউস। তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকারীরা ওই এলাকায় কাজ করছে। সূত্র : এএফপি ও এপি।