নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন করেছে। এ উপলক্ষ্যে ঢাকাস্থ নির্বাহী দপ্তরে আজ সোমবার (৭ মার্চ) একটি আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। ৭ মার্চের ভাষণের ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করে তিনি বলেন, এটি এমন একটি ভাষণ যা এখনও বাঙালি জাতি এবং বিশ্বের মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করে।
অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশীদ আলম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোঃ হাফিজুর রহমান, রংপুর, যশোর ও পটুয়াখালী ইপিজেড প্রকল্প পরিচালক মোঃ অশরাফুল কবীর, প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল আলীম, প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল এএসএম কামরুজ্জামান, পিবিজিএমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
একইভাবে বেপজাধীন দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ৮টি ইপিজেড অর্থাৎ চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, ঈশ্বরদী, মোংলা, উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চল দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করেছে।