নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও ছুটির ঘন্টা সহ অসংখ্য দর্শক নন্দিত চলচ্চিত্রের নির্মাতা আজিজুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াত আজিজুর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
আজ এক শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, চলচ্চিত্র নির্মাণে ইতিহাস রচনা করেছেন আজিজুর রহমান। তাঁর প্রতিটি চলচ্চিত্র দর্শকদের বিমোহিত করেছে। আজিজুর রহমান এর নির্মিত প্রতিটি সিনেমা ছিলো বাস্তবতার প্রতিচ্ছবি। তাই তাঁর নির্মিত প্রতিটি সিনেমা দেখে দর্শকরা যেমন আনন্দিত হয়েছে, তেমনি ভেসেছে চোখের জলে।
গুণী এই চলচ্চিত্র নির্মাতা বাংলার পাশাপাশি বেশ কিছু উর্দু ছবি নির্মাণ করেছেন একইসঙ্গে সাফল্য পেয়েছেন চলচ্চিত্র প্রযোজনায়। তাঁর মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গন এক অকৃত্রিম অভিভাবককে হারালো। আজিজুর রহমান চিরদিন সুস্থ্য ধারার চলচ্চিত্র নির্মাণে আদর্শ হয়ে থাকবেন।
বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও ছুটির ঘন্টা সহ অসংখ্য দর্শক নন্দিত চলচ্চিত্রের নির্মাতা আজিজুর রহমান এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। আরো শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরীফা কাদের এমপি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।