সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের হালিশহরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় অভিযুক্ত আলমগীর মিয়া নামের এক ব্যক্তিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দিবাগত রাতে আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
খন্দকার আল মঈনের দাবি, আলমগীর মিয়া ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন।
আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান খন্দকার আল মঈন।