অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সেবার দীপ্ত অঙ্গীকার এবং প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে প্রিমিয়ার ব্যাংক আরও ৫টি নতুন এজেন্ট আউটলেট সম্প্রতি উদ্বোধন করেছে।
প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আউটলেটগুলোর উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত উপদেষ্টা জনাব মুহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এম রিয়াজুল করিম, এফসিএমএ।
নতুন এজেন্ট আউটলেটগুলো হচ্ছে রংপুর শাখার অধীনে খামারপারা এজেন্ট আউটলেট, মাওনা শাখার অধীনে মুলাইদ এম সি এজেন্ট আউটলেট, ময়মনসিংহ শাখার অধীনে কালির বাজার এজেন্ট আউটলেট, ভালুকা শাখার অধীনে বগার বাজার এজেন্ট আউটলেট, বোর্ড বাজার শাখার অধীনে জাঝর বাজার এজেন্ট আউটলেট একসাথে উদ্বোধন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং হেড অফ জিএসডি সৈয়দ নওশের আলী, উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ বিজনেস অফিসার (সিবিও) কাজী আহ্সান খলিল এবং ইভিপি ও হেড অফ এজেন্ট ব্যাংকিং ডিভিশন মোঃ আহসান ঊল আলমসহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে আউটলেটগুলোর এজেন্টসহ, সংশ্লিষ্ট শাখা প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালী অংশগ্রহণ করেন।
ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স জনাব মোঃ তারেক উদ্দিনের সঞ্চালনায় এ সময় খামারপারা এজেন্ট আউটলেট, রংপুর থেকে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হন এসইভিপি এবং এসএমই ও কৃষি বিভাগের প্রধান জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।