চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মাে. রেজাউল করিম চেীধুরী বলেছেন, নগরী বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলার মধ্যে আনা গেলে চট্টগ্রাম নগরী অনন্য সুন্দর নগরী হিসেবে দৃশ্যমান হবে। নগরকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নগরবাসীকে আন্তরিক হতে হবে এবং দায়িত্ব নিতে হবে। এর মাধ্যদিয়ে আমরা সবাই প্রশংসিত হবাে। ওয়ার্ল্ড ভিশনের মত প্রতিষ্ঠান এই কাজে সহযােগিতা করার জন্য যে ধরণের সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে তা সত্যিকার প্রশংসাযােগ্য। রােববার বিকেলে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক প্রদত্ত রিক্সাভ্যান গ্রহণকালে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, সংরক্ষিত কাউন্সিলর শাহীন আক্তার রােজী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেনুল আলম চৌধুরী, ওয়ার্ল্ডভিশন’র সিনিয়র ম্যানেজার স্টিফেন রুবেল হালদার, কর্ণফুলী আরবান প্রোগ্রাম টেকনিক্যাল কোঅডিনেটর শ্যামল ফ্রান্সিস রোজারিও, হেলথ স্পেশালিষ্ট ডা, মাহমুদুল হক, প্রােগ্রাম অফিসার ক্রীস্টফার কুইয়্যা, সুব্রত মল্লিক, উইলিয়াম গােমেজ।
মেয়র আরাে বলেন, নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছেন। এই মেগা প্রকল্প তখনই সফল হবে যখন নগরীতে যত্রতত্র ময়লা মেলা এবং পলিথিন ব্যবহার বন্ধ করা যাবে। তিনি ওয়ার্ল্ড ভিশনের মতাে কপোরেট প্রতিষ্ঠানগুলােকে এধরণের সহায়তা করতে এগিয়ে আসার আহ্বান জানান।