সংবাদদাতা, কক্সবাজার: মালয়েশিয়ায় পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৫৭ রোহিঙ্গাসহ এক বাংলাদেশিকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে দুই পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় পাচারের জন্য ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।
কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিস্তারিত আজ শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, টেকনাফের বাহারছড়া উপকূল থেকে শুক্রবার ভোররাতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৭ জন রোহিঙ্গকে উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই দালালকে আটক করা হয়।
‘মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল রোহিঙ্গাদের’ বলে জানান উপ-অধিনায়ক তানভীর হাসান।