নীলফামারী প্রতিনিধি : চৈত্রে হঠাৎ উজানের ঢল ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে তিস্তা নদীতে পানির প্রবাহ বাড়ায় জেলেদের জালে ধরা পড়ছে বিভিন্ন জাতের মাছ।
বৈশাখের আগে তিস্তায় নতুন পানি প্রবেশ করায় গ্রামের মানুষের মধ্যে জাল ও বরসি দিয়ে মাছ ধরার ধূম পড়ে গেছে। দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্প এলাকায় এমন চিত্র দেখা গেলো।
সরেজমিনে দেখা যায়, তিস্তা ব্যারেজ এলাকা, কিসামতের চরসহ বিভিন্ন চরের ২০টি গ্রামে মানুষের মধ্যে মাছ ধরার ধুম পড়ে গেছে। মনে হচ্ছে উৎসব লেগে গেছে। গ্রামে গ্রামে চলছে মাছ ধরার উৎসব। মাছও পাওয়া যাচ্ছে প্রচুর।
মাছ কিনছেন স্থানীয় ব্যবসায়ীসহ তিস্তা ব্যারেজ এলাকায় ঘুরতে আসা দর্শনার্থীরা।
জেলেরা জানান, তিস্তায় বৈরালিসহ ধরা পড়ছে বোয়াল, বাঘাইড়, আইড়, কালবাউশসহ নানা প্রজাতির মাছ। আর এসব মাছ বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ভালো দামে। নদীর পাড় থেকে ব্যবসায়ী ও ভোক্তারা সরাসরি এসব মাছ সংগ্রহ করছেন। বৈরালি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা,বোয়াল মাছ প্রতি কজি। ৬০০ থেকে ১০০০ টাকা। চৈত্রের শুরুতে তিস্তা নদী শুকিয়ে ছিল। এখন উজান থেকে পানি নেমে আসায় প্রচুর মাছ পাওয়া যাচ্ছে।
তিস্তাপাড়ের জেলে ইনছান আলী, নদীতে একটু পানি বেশি হওয়ায় জালে ভালো মাছ উঠছে। এর আগে চৈত্রের শুরুতে নদীতে পানি না থাকায় জেলেরা অনেক কষ্টের দিন পার করেছেন।
তিস্তা ব্যারেজ ডালিয়া অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে তিস্তা ব্যারেজ পয়েন্টে প্রায় ৭ হাজার কিউসেকের মতো পানি প্রবাহ চলছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, বর্তমানে তিস্তা ব্যারেজ পয়েন্টে সাত হাজার কিউসেক পানি রয়েছে। এর মধ্যে ১১০০ কিউসেক পানি সেচ কাজে ব্যবহার হচ্ছে।
তিনি আরও জানান, নতুন পানিতে তিস্তা নদীতে মাছের সংখ্যা বেড়েছে। তাই এখন জেলেরা ভালো মাছ পাচ্ছেন। তিস্তাপাড়ের কিছু অসহায় জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।