ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাসস্ট্যান্ডের বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জীবন হোসেন (২০) ও আক্তার হোসেন (২১)।
এ বিষয়ে সংশ্লিষ্ট কোটচাঁদপুর থানার ওসি মো. মঈন উদ্দিন জানান, পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে গতকাল রাত থেকেই শহরে উত্তেজনা চলে আসছিল ।তারই জের ধরে আজ সকালে এ ঘটনা ঘটেছে ।
তিনি জানান, পৌর এলাকায় আগে যারা টোল আদায় করতেন তাদের এবার টোল আদায় না করার কথা ছিল। কিন্তু গতকাল রাতে পৌর মেয়র আগের যারা টোল আদায় করতেন তাদেরকেই ইজারা দেন । এতে করে এই সংঘর্ষের সৃষ্টি হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে ।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত দুজনই সরকারি দলের সদস্য।তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।