অলিদুর রহমান অলি, গাছা (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে মহানগর যুবলীগের উদ্যোগে যুবলীগকে ঐক্যবদ্ধ মানবিক যুবলীগ করার লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল সোমবার টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে মহানগর যুবলীগ নেতা আলহাজ্ব আমান উদ্দিন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সুমন আহম্মেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, কাইয়ুম সরকার, বদরুল আলম পাশা, রাজিবুল হাসান রাজিব, আবুল কালাম আজাদ মালম, ইকবাল মাস্টার, বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী পূর্ব থানা যুব লীগ নেতা কাজী কামাল হোসেন, আব্দুল জলিল গাজী, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা, মোক্তার হোসেন রতন, ফারুক পাঠান, ওমর ফারুক মিলন, আসাদুজ্জামান খান জনি, কেএম পলাশ জলিল, মনির হোসেন সাগর, আমির হামজা, আক্তার সরকার, পুবাইল থানা যুবলীগ নেতা সাইফুল ইসলাম, জলে রাব্বি রুবেল প্রমুখ।
আলোচনা সভার শেষে যুবলীগ নেতা কর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরনের পূর্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।