নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে এখন পর্যন্ত ৯৬ শতাংশ লোক টিকা পেয়েছে। আর যারা করোনা টিকা নেয়নি স্ব-ইচ্ছায় নেয়নি। তাই টিআইবির রিপোর্ট উদ্দেশ্য প্রণোদিত।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, সরকারের ইমেজ নষ্ট করার জন্য টিআইবি এই প্রতিবেদন দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত থেকে যে দামে টিকা কেনা হয়েছিল অন্য দেশ থেকেও কাছাকাছি দামে টিকা কেনা হয়েছে। বাংলাদেশ সরকারের টিকা কেনা এবং আনা-নেয়া সব মিলিয়ে ২০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। আর বাকি টিকার দাম ২০ হাজার কোটি টাকার মত, যেগুলো সরকার বিনামূল্যে পেয়েছে বিভিন্ন দেশ থেকে। তাই টিআইবির এই তথ্যও সঠিক নয়।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিআইবি করোনার দুই বছরের সার্ভে করেনি, তারা সার্ভে করেছে শেষ ৮ মাসের। বাংলাদেশে এমন কোনো হাসপাতাল নাই যেখানে অক্সিজেন নাই। অক্সিজেন না পেয়ে মানুষ মারা গেছে টিআইবির এই তথ্যও সঠিক না।
টিআইবির রিপোর্টের বেশকিছু তথ্য আছে যা সঠিক নয় বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, টিআইবি সার্ভে করেছে ১০৫ টি টিকা কেন্দ্রকে ভিত্তি করে। যেখানে টিকা কেন্দ্র ছিল ১ লাখের উপরে। ১৮০০ লোকের মধ্যে সার্ভে হয়েছে। যেখানে ১২ কোটির উপরে মানুষকে টিকা দেয়া হয়েছে। তাদের সার্ভের সাইজ এত ছোট যেটা সঠিক নয়।