নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বাস থেকে নামার সঙ্গে সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় একটি পরিবহনের বাসের হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপারের নাম রাশেদ (৩৮)।
আজ বুধবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই পরিবহন বাসের সহকারী হিসাবরক্ষক শাফায়াত খন্দকার বলেন, আমরা জানতে পেরেছি কুড়িল বিশ্বরোড এলাকায় রাশেদ বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই পিছন দিক থেকে একটি প্রাইভেটকার সজোরে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের সরকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।