স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টের শুরুতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। শূন্য হাতে বিদায় নিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।
দলের দুঃসময়ে ফের ব্যর্থ অধিনায়ক মুমিনুল হক ((৯)। বাংলাদেশকে আরও বিপদে ঠেলে দিয়ে ফিরেছেন নাজমুল হাসান শান্তও (৮)। এরপর পেসার কাসুন রাজিথার তৃতীয় শিকার হিসেবে গোল্ডেন ডাক মারলেন সাকিব আল হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিন প্রথম ইনিংস শুরু করে ৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪ রান করেছে টাইগাররা। ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম (৭) ও উইকেটরক্ষ লিটন দাস (০)।
স্কোরবোর্ডে কোনো রান জমা না হতেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেন জয়কে বোল্ড করেন রাজিথা। এর পরের ওভারে আরেক আশিথা ফার্নান্দো ফেরান তামিমকে। মুমিনুলকে নিজের দ্বিতীয় শিকার বানান লঙ্কান পেসার। এরপর শান্তকে বোল্ড করেন রাজিথা।