স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ০-৩ ব্যবধানে সিরিজ জিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পেছনে ফেলল পাকিস্তান। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন চার নম্বরে অবস্থান করছে বাবর আজমরা।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদ করেছে। সেখানে একধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন বাবর আজমরা। আর ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতের বর্তমান অবস্থান পাঁচ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে ১০২ রেটিং পয়েন্ট ছিল পাকিস্তানের ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর তাদের রেটিং বেড়ে হয়েছে ১০৬। পাকিস্তান চার নম্বরে উঠে আসায় পাঁচে নেমে গেছে ভারত, তাদের রেটিং ১০৫।
এদিকে, র্যাঙ্কিংয়ের সাত নম্বরেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তামিম ইকবালদের রেটিং পয়েন্ট ৯৫। আর সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের রেটিং ১২৫।