প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ নং সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া (সাহাপাড়া)গ্রামের রিয়াজুল ইসলামের পুত্র খামারি জিল্লুর রহমান তার নিজ হাতে পালিত ফ্রিজিয়ান গরু যার নাম দিয়েছেন বারাকাত।
জানা যায়, জিল্লুর রহমান দীর্ঘ ৪ বছর ধরে খুব যত্নের সাথে বারাকাত কে পালন করেন বর্তমানে বারাকাতের ওজন আনুমানিক ১১০০ কেজি।বর্তমানে ঈদের বাজার চলায় জিল্লুর রহমান বারাকাত কে বিক্রয়ের জন্য ঢাকার গাবতলি গরু বাজারে বিক্রির উদ্দেশ্যে ৪ জুলাই ২০২২ সোমবার বারাকাত কে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা গাবতলী গরু বাজারের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
জিল্লুর রহমানের গরু ঈদ উপলক্ষে কোন সন্মানিত ক্রেতা কিনতে চাইলে ০১৭৩৮৬২৫৯৬৬ গরু খামারি জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করতে পারেন।
এ বিষয়ে গরু ব্যবসায়ী জিল্লুরের সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমি বারাকাত কে বিক্রয়ের কোন ক্রেতা ঠাকুরগাঁওযে খুঁজে পাচ্ছি না তাই ৪ জুলাই ঢাকায় নিয়ে যাচ্ছি। কোন সন্মানিত ক্রেতা কিনতে চাইলে আমার ০১৭৩৮৫২৫৬৬ নাম্বারে যোগাযোগ করতে পারেন।