বাহিরের দেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ৭ বছরের নিখোঁজ শিশুর মরদেহ একটি ওয়াশিং মেশিনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই তার বাবা-মা তাদের সন্তান নিখোঁজ হয়েছে বলে পুলিশকে জানান। খবর ডেইলি মেইল’র।
ওই শিশুটির নাম ট্রয় খোয়েলার। ২০১৯ সালে তাকে দত্তক নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে শিশুটির নিখোঁজের খবর জানা যায়। প্রায় ২ থেকে ৩ ঘণ্টা ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার সময় শিশুটির বাবা বাড়িতেই ছিলেন। আর পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা দেখতে পান যে, শিশুটির মা হাসপাতালে নাইট শিফটে ডিউটির পর সকালে বাড়িতে ফিরেছেন। ওই নারী তখনও হাসপাতালের পোশাক পরা ছিলেন। ওই বাড়ির একটি গ্যারেজের ভেতরে থাকা ওয়াশিং মেশিন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, কী ঘটেছে তা আমরা এখনও জানি না। কিন্তু আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তাকে হত্যা করে ওয়াশিং মেশিনের ভেতরে রাখা হয়েছে নাকি হত্যার পর সেখানে রাখা হয়েছে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।