নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাসের পাশাপাশি চীনের সাথে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। ২ দিনের সফরে আসা চীনের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে এ সকল সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ রোববার সকালে বৈঠক শেষে গণমাধ্যমে বিষয়গুলো জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা সহায়তা, সাংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন ও নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এছাড়া পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ সই হয়েছে।
তিনি আরও বলেন, কোভিড মোকাবেলায় বাংলাদেশের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
এছাড়া আগামী দুই-এক দিনের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীরা চীন যাবার জন্য ভিসার আবেদন করতে পারবেন বলে জানান শাহরিয়ার আলম।
চীনের বাজারে ৯৮ শতাংশ শুল্কমুক্ত থাকা বাংলাদেশের পণ্য আরো অতিরিক্ত এক ভাগ শুল্কমুক্ত ঘোষণা করেছে চীন। যা কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।