নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানী যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিককে (৪০) হত্যা করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত আবু বক্কর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।
নিহত আবু বক্কার সিদ্দিকের চাচাতো ভাই সুমন ইসলাম সাংবাদিকদের বলেন, সোমবার এলাকায় ইন্টারনেটের লাইন নিয়ে কয়েকজন বিএনপিকর্মীর সঙ্গে আবু বক্করের কথা কাটাকাটি হয়। ওই সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল বিএনপির কর্মীরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ি চৌরাস্তার শহীদ ফারুক সড়কে কয়েকজন দুবৃর্ত্ত আবু বক্করকে আটকে শরীরের বিভিন্নস্থানে ছুরি মারে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবার নাম আলী আহমেদ হাওলাদার। তারা ওই এলাকাতেই থাকতেন।
যাত্রাবাড়ি থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। কী কারণে হত্যা তা বের করতে পুলিশ কাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।