নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেড প্রাতিষ্ঠানিক ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২২ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি প্রধান অতিথি এবং ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
জনতা ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি ইঞ্জিঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বাহাদুর বেপারী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শওকত হোসেন সজল, সাধারণ সম্পাদক মোঃ শাব্বির আহমেদ শিমুল, সিবিএ সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সভাশেষে জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।