নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ভোলার ইলিশা থেকে ৪ হাজার ৩০০ লিটার অবৈধ সয়াবিন তেলসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড । আজ বৃহস্প্রতিবার (২৫ আগষ্ট ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট ২০২২ আনুমানিক ভোর ০৫০০ ঘটিকায় বাংলদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোলা জেলার ইলিশা ফেরী ঘাট এলাকায় ভোলা হতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে ২৪ ব্যারেল (৪৩০০ লিটার) অবৈধ সয়াবিন তেল ও ০২ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা ভোলা জেলার লালমোহন থানাধীন লেছসকিনা গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত তেল ও আটককৃত ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।