লিহাজ উদ্দিন, পঞ্চগড় : উত্তরের শেষ সীমান্তের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই গ্রাম হিরোইনসহ আবু হানিফ ওরফে হানি (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ( ২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের হরবাবী গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।
আটক হানিফ উপজেলার দেবনগড় ইউনিয়নের হরবাবী গ্রামের সামসুল হকের ছেলে। ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, গতকাল শুক্রবার রাতে গোপন তথ্য পাই যে হরবাবী গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় পুলিশের একটি টিম নিয়ে উপজেলার দেবনগড় এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে পুলিশের উপস্থিতি টের পেলে পালানোর চেষ্টাকালে হানিফকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে দুই গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।