নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলেজের নর্থ এবং সাউথ ব্লক হোস্টেলের মধ্যে এই সংঘর্ষ হয়।
প্রায় দুই ঘণ্টা চলার পর সাড়ে ১০ টার দিকে সংঘর্ষ থামে। এতে ১৫-২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সাউথ ব্লকের আল আমিন নামের এক শিক্ষার্থীকে রাত সাড়ে ৮টায় একা পেয়ে নর্থ ব্লকের কিছু শিক্ষার্থী মারধর করে৷ পরে এই খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপই দেশীয় অস্ত্র, লাঠি, রড, রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন কলেজের একাধিক শিক্ষার্থী।