নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন রসুলপুর এলাকায় গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আল আমিন (২৭)।
এসময় তার নিকট থেকে ২টি জাল সার্টিফিকেট, ৪পিস জাল সার্টিফিকেট তৈরির বিশেষ ধরনের ব্লাংক কাগজ, ২টি জাল জন্ম সনদ, ১টি সিপিউ, ১টি কীবোর্ড, ১টি প্রিন্টার, ১টি মনিটর, ১টি মাউস, ১টি প্রিন্টার ক্যাবল, ৩টি পাওয়ার ক্যাবল ও ১টি ঠএঅ ক্যাবল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছিল। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।