নিজস্ব প্রতিবেদক : বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের উপনেতা, বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।
ডিএনসিসি মেয়র আজ এক শোকবার্তায় সৈয়দা সাজেদা চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মেয়র মোঃ আতিকুল ইসলাম শোকবার্তায় আরও জানান, ‘সাজেদা চৌধুরী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে গ্রামীণ উন্নয়ন ও শিক্ষায় বিশেষ অবদান রেখেছেন তিনি। তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
উল্লেখ্য, বর্ষীয়ান এ রাজনীতিবিদ গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহিওয়া ইন্না ইলাইহি রাজিউন)।