নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনুষ্ঠানমালার আয়োজন করেন। বেলা ৩টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ‘সবুজের বুকে মানবতার জননী’ শীর্ষক মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতি (১০০×৭৬ফিট) উদ্বোধন এবং শিশু কিশোরদের অংশগ্রহনে বেলা 3টা-৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় আর্টক্যাম্প।
সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন বাংলা একাডেমির সভাপতি ও বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। শিশু বক্তা হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পুষ্পিতা। ২৮ সেপ্টেম্বর ২০২২ একাডেমির জাতীয় চিত্রশালার ১নং গ্যালারীতে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে একাডেমি কর্তৃক সৃজিত শিল্পকর্মের প্রদর্শনীর উদ্বোধন হয়। সাত দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ৪ অক্টোবর ২০২২ (প্রতিদিন সকাল ১১টা-রাত ৮টা) পর্যন্ত।
আলোচনা পর্বের পর শিশু সংগীতদল, শিশু নৃত্যদল, বাশিএ নৃত্যদল, বাশিএ সংগীতদল, প্রতিশ্রুতিশীল শিল্পী, বাশিএ ভাওয়াইয়া দল, বাশিএ বাউলদল অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্নাতা শাহরীন, মেহরাজ হক তুষার, জয়দ্বীপ পালিত ও সাইফুল ইসলাম ইভান এর পরিচালনায় এবং লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় যথাক্রমে পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘শুভেচ্ছা ভালোবাসা’; ‘আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী’; ‘প্রত্যয় হাতে হাতে’ এবং ‘মানবতার জননী’।
প্রতিশ্রুতিশীল শিল্পীরা পরিবেশন করেন ‘ইতিহাস জানো তুমি’ ও ‘এ মাটি নয় জঙ্গিবাদের’ শিরোনামে দুটি সংগীত। সংগীতের কথা ও সুর: লিয়াকত আলী লাকী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভাওয়াইয়া দলের পরিবেশনায় ‘সোনার এদেশ সোনা ফলা মাটি’; ‘বার মাস তের ফূল’ এবং বাউল দলের পরিবেশনায় ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ শিরোনামে পরিবেশিত হয় দুটি সমবেত সংগীত।
‘আমরা নতুন যৌবনের দূত’; ‘মনেরও রং লেগেছে’ শিরোনামে সমবেত সংগীত পরিবেশন করেন একাডেমির শিশু সংগীত দল। অনুষ্ঠানের শেষভাগে আর্টক্যাম্পে অংশগ্রহণকারী ৮০ জন শিশু কিশোরদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় । অনুষ্ঠান সঞ্চালনা করেন দিলরুবা সাথী ও আব্দুল্লাহ বিপ্লব।