শেখ রাজিব হাসান, টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে চলমান মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক, নগদ অর্থ ও মাদক পরিবহনের গাড়িসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা দুইটি পিকআপ ভ্যান একটি বাস, একটি নোহা মাইক্রো বাস দুটি স্বর্ণের চেইন ও নগদ ২৮ হাজার ৩ শত ত্রিশ টাকা ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গী সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মাহবুব উজ জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসিবুল আলম, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।
গ্রেফতারকৃতরা হলো, ফোরকান হোসেন শান্ত(৩৫) কামরুল ইসলাম ইয়াসিন(১৫) হনুফা(৩০) ইসমত আরা ওরফে সাবিনা (২৫) ও শহিদুল ইসলাম (২৮)।
সংবাদ সম্মেলনে পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত ফোরকান তার সহযোগীদের নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে টঙ্গীসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মাহবুব উজ জামান বলেন, গাজীপুর সিটি কে মাদক মুক্ত করতে আমাদের অভিযান সব সময় অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন। আপনাদের আশপাশে যে কোন অপ্রিতিকর ঘটনা ঘটলে বা যে সকল ব্যাক্তির মাধ্যমে সমাজের ক্ষতি হয় তাদের সম্বন্ধে আমাদেরকে অবহিত করবেন। আমরা অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।