বাহিরের দেশ ডেস্ক: ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কারাগারের ব্যবস্থাপনা সংস্থা (এসএনএআই) এক বিবৃতিতে বলেছে, সোমবারের এ দাঙ্গায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।
দেশের দক্ষিণাঞ্চলের লাটাকুঙ্গা শহরের কারাগারটির নিয়ন্ত্রণ নিতে কৌশলগত ইউনিট অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে।
এটি দেশটির অন্যতম বৃহত্তম কারাগার। সেখানে ৪ হাজার ৩০০ বন্দী রয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মাদক চোরাচালান সম্পর্কিত সাতটি সহিংসতার ঘটনায় ইকুয়েডরে চারশোরও বেশি বন্দী প্রাণ হারিয়েছে।
কারাগারগুলোতে ধারন ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী থাকায় সেখানকার জীবনযাত্রার পরিস্থিতি খুবই করুন। দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো গত আগস্টে দেশে প্রথম বন্দী আদমশুমারি চালু করেন। সূত্র: আল জাজিরা