নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, আমি বলতে পারবো না। যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে তারা এ সম্পর্কে বলতে পারবে।
আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য সচিবের অবসরকে ‘চলমান প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছেন মন্ত্রী। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
এদিকে বাধ্যতামূলক অবসর সম্পর্কে তথ্য সচিব মো. মকবুল হোসেন বলেছেন, জীবনে কখনো নীতি-নৈতিকতার সঙ্গে আপস করিনি। কী কারণে তাকে অবসর দেয়া হয়েছে সে বিষয়েও কিছু জানেন না বলে মনন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে সচিব নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, মেয়াদ শেষ হওয়ার আগেই তথ্য ও সমপ্রচার সচিব মো. মকবুল হোসেনকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রেসিডেন্টের আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অণুবিভাগ এটা নিশ্চিত করেছে যে, মকবুল হোসেনের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। কোনো বিভাগীয় মামলাও তার বিরুদ্ধে রুজু হয়নি।