বাহিরের দেশ ডেস্ক: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার পশ্চিমে কপিনস ক্রসিং রোডে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।
গত রোববার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ক্যানবেরার পশ্চিমে হ্যাজেল হক অ্যাভিনিউয়ের দক্ষিণে লাল টয়োটা হ্যাচব্যাক ও সাদা টয়োটা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।
গাড়ি ২টির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। এ বছর ক্যানবেরার সড়কে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন।
ক্যানবেরায় বড় ছেলের কাছে বেড়াতে আসা মা-বাবা ও ছোট ছেলে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। গাড়ি চালাচ্ছিলেন ক্যানবেরাপ্রবাসী ডাক্তার ও আনোয়ার জাহিদ রাশেদ।
বাংলাদেশে তাদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। নিহত শহিদুল ইসলাম (৬২) উপজেলা মৎস্য কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) ও রাজিয়া সুলতানা (৫৫) প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (অবসরপ্রাপ্ত) ছিলেন।