স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ শুরুর এক মাস আগে পর্তুগাল শিবিরে বড় ধাক্কা। পায়ের পেশির চোটে ফরোয়ার্ড দিয়োগো জটা বৈশ্বিক আসরে খেলতে পারবেন না বলে জানিয়েছেন তার ক্লাব লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।
প্রিমিয়ার লিগে গত রবিবার (১৬ সেপ্টেম্বর) ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান জটা। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।
ক্লপ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বলেন, ২৫ বছর বয়সী এই ফুটবলারের চোট গুরুতর। যদিও অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে লম্বা সময় তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে মনে করছেন লিভারপুল কোচ।
তিনি বোলেণ, সত্যিই ভালো খবর নয়। হ্যাঁ, সে বিশ্বকাপে খেলতে পারবে না। তার পায়ের পেশির চোট বেশ গুরুতর এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। বাকি সবকিছু আগামী কয়েক দিনের মধ্যে অনুসরণ করা হবে। তার জন্য, আমাদের জন্য এবং পর্তুগালের জন্যও খুব দুঃখজনক খবর। তার ফেরার কোনো সময়সীমা বলতে চাই না। তবে ফিরতে অনেক সময় লাগবে।
জটা এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ২৯ ম্যাচে খেলে ১০ গোল করেছেন। হ্যামস্ট্রিং সমস্যার কারণে মৌসুমের শুরুর কয়েক সপ্তাহ বাইরে থাকার পর কেবলই পুরো ফিটনেস ফিরে পেয়েছিলেন তিনি। এর মাঝেই আবার হানা দিল চোট।
গত কিছুদিনের মধ্যে লিভারপুলের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জটা। এর আগে হাঁটুর চোটে মাঠের বাইরে চলে যান কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াস। আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।