নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন :
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২১ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার গলাচিপা থানার মামলা নং-১৮, তারিখ- ২৬/০৭/২০২২ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/ ৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৩০২ দন্ড বিধি (চাঞ্চল্যকর নুরু খা হত্যা) মামলার অন্যতম পলাতক আসামী ১। মোঃ বশির হাওলাদার (৩২) ও ২। মোঃ জামাল হাওলাদার (২৫)’কে গ্রেফতার করে।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ২৫/০৭/২০২২ খ্রিঃ তারিখ পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন চরকাজল এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরধরে নুরু খাঁ (২৫) নামক এক ব্যক্তিকে বশির ও জামাল হাওলাদারসহ বেশ কয়েকজন মিলে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা করে তাকে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নুরু খা’কে উদ্ধার করে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
৪। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।