নিজস্ব প্রতিবেদক : বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (বিজিসিবি) এবং ওয়েজলি এর মধ্যে আর্নড ওয়েজ অ্যাকসেস(ইডব্লিউএ)সেবা বিষয়ক একটি চুক্তি সই হয়েছে।
এই চুক্তির ফলে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পেরোল অ্যাকাউন্ট গ্রাহকদেরকে “আর্নড ওয়েজ অ্যাকসেস” সুবিধা প্রদান করবে ওয়েজলি।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং ওয়েজলি-এর পক্ষে প্রতিষ্ঠানটির সিইও ও সহ-প্রতিষ্ঠাতা টোবায়াস ফিশার চুক্তিতে সই করেন।
এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, সিএমএসএমই বিজনেস এর প্রধান মো. আবদুস সালাম এবং ওয়েজলি বাংলাদেশ এর হেড অব চ্যানেল পার্টনারশিপস্ ছগির আহমেদ রবিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।