সংবাদদাতা, রাজবাড়ী: ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে প্রায় দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধের পর শনিবার (২৯ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিট থেকে ফের চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় তেমন যানবাহনের সারি দেখা যায়নি।
এর আগে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সকাল ৫টা ৩০ মিনিটে ফেরি চলাচল বন্ধ রাখে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক খোরশেদ আলম দেশ রূপান্তর-কে মুঠোফোনে জানান, শনিবার ভোর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল ৫টা ৩০ মিনিটে দৌলতদিয়া প্রান্তে ফেরি বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল ৭টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।