নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২ শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলার পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সামছুদ্দিন জেহান।
এ সময় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, মো. আকরামুল হাসান, অতিঃ পুলিশ সুপার, সদর সার্কেল, নোয়াখালী, মো. মোর্তাহীন বিল্লাহ প্রমূখ।