স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রবিবার অ্যাডিলেডে মুখোমুখি হবে পাকিস্তান এবং বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে দুই দলই তাকিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচের দিকে। কারণ সাউথ আফ্রিকা হেরে গেলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ আসবে পাকিস্তান বা বাংলাদেশের মধ্যে যে দল জিতবে তাদের।
নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় ঘণ্টা বেজে গেছে সাউথ আফ্রিকার। একই সাথে সেমিতে ওঠার সুযোগ এসেছে বাংলাদেশ-পাকিস্তান দুইদলের সামনেই। গ্রুপ পর্বে সমান সংখ্যক ম্যাচ খেলে দুইদলেরই পয়েন্ট ৪। সুতরাং নিজেদের শেষ ম্যাচে যারা জিতবে তারাই উঠে যাবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে।
গ্রুপ পর্বে পাকিস্তান ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে যায়। কিন্তু সাউথ আফ্রিকা আর নেদারল্যান্ডসের কাছে জয়লাভ করায় সেমির লড়াইয়ে টিকে থাকে। অন্যদিকে, বাংলাদেশ গ্রুপ পর্বে হেরে যায় সাউথ আফ্রিকা আর ভারতের সাথে। তবে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।