নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : চীনা কোম্পানি কাইজি লানজারে বাংলাদেশ কো. লি. ৬০.৮৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি কম্পোজিট গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে।
এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর সাথে মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব আলী রেজা মজিদ এবং কাইজি লানজারে বাংলাদেশ-এর পরিচালক মি. জিয়াও হংজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি কাইজি লানজারেকে অভিনন্দন জানান। তিনি নতুন এই বিনিয়োগকারীকে কারখানা স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরু করতে বেপজার সকল ধরনের সেবা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান কারখানা ভবন তৈরির সময় ব্যবহৃত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের প্রতি আহবান জানান। তিনি প্রতিষ্ঠানটির কারখানা ভবনের ছাদকে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের কাজে ব্যবহারের অনুরোধ জানান।
বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্লট বরাদ্দসহ তাদের প্রকল্পটি দ্রুত প্রক্রিয়াকরণের জন্য কাইজি লানজারে বাংলাদেশ-এর পরিচালক মি. জিয়াও হংজি বেপজাকে ধন্যবাদ জানান।
কাইজি লানজারে বাংলাদেশ এর প্রস্তাবনা অনুযায়ী তারা শুধু নিজস্ব উৎপাদন ও রপ্তানির জন্য বার্ষিক ৩০ মিলিয়ন পিস লানজারে পণ্য এবং সহায়ক টেক্সটাইল (ফেব্রিক) হ্যাঙ্গার ও ফোম উৎপাদন করবে। প্রতিষ্ঠানটি ১১০০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, অতিরিক্ত নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজসহ কাইজি লানজারে বাংলাদেশ এর মহাব্যবস্থাপক কুই হাইবিন এবং কনসালটেন্ট এ. জেড. এম. আজিজুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।